বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় পতাকা উত্তোলন, বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, বীরমুক্তিযোদ্ধার সংবর্ধনা, একদিনের মেলাসহ বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় যশোরে পালিত হবে মহান বিজয় দিবস। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেও থাকবে নানা কর্মসূচি।
জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’ এ অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিন, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ফেরদৌসি বেগম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভ প্রাঙ্গণ থেকে ৩১ বার তপোধ্বনি এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হবে জাতীয় পতাকা।
সকাল দশটায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। একদিনের মেলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজয় দিবসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করণ করা হবে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনের সুবিধামতো সময়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়েছে সভা থেকে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় শংকরপুর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’ এ আলোচনা সভা, মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং অন্যান্য উপাসনালয়েও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন।
১১ ডিসেম্বর মুক্ত বাংলার মাটিতে প্রবাসী সরকারের মন্ত্রীবর্গের ও জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রথম জনসভার দিনে এবার থাকছে না কোন কর্মসূচি। ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় টাউন হল ময়দান থেকে বের হবে যশোর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আয়োজনে শোভাযাত্রা।