নিজস্ব প্রতিবেদক
বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে যশোরে মাইকেল সঙ্গীত একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় একাডেমি কার্যালয়ে এই অনুষ্ঠান উপভোগ করে সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা।
সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ অখিল বিশ^াস, সঙ্গীত শিক্ষক দিলীপ সেন ও মানিক বর্মন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে’। প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ২৫ জন শিল্পী অংশ নেন। সঙ্গীত আর আবৃত্তি দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানের ডালি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version