বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। এই ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বাজারে ঘটনাটি ঘটেছে।
আহত সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা মিছিল করার জন্য চাঁচড়া বাজারে সমবেত হচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, পেছন থেকে হঠাৎ কেউ একজন আমার বুকে ছুরি মারে। আমি তাকে চিনতে পারিনি।
গণপিটুনির শিকার শাকিবের মামা শহিদ রহমান বলেন, মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় শুনি কেউ একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। নামাজ শেষে ফেরার পথে জানতে পারি, আমার ভাগনেকে গণপিটুনি দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুল মালেক বলেন, চাঁচড়া এলাকায় এক ছেলে ছুরিকাহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর পরপরই আরেক কিশোর ভর্তি হয়েছে গণপিটুনির শিকার হয়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।