বিবর্তন যশোরের বার্ষিক সাধারণ সভা গত ৩ জানুয়ারি বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিগত বছরের অর্থনৈতিক ও সাংঠনিক আলোচনা এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি নওরোজ আলম খান চপল, সহ-সভাপতি মানস বিশ্বাস, সহ-সভাপতি এইচ আর তুহিন, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, সহ-সাধারণ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, সাংগঠনিক কমল বিশ্বাস, অর্থ হাফিজুর রহমান, দপ্তর তন্ময় রায়, প্রচার রুহিনা শারমিন এলিস, পাঠাগার বৃন্দাবন সাহা, নির্বাহী সদস্য দীপংকর বিশ্বাস, রাম প্রসাদ রায়, তানজিলা আক্তার জিনি, সাবিকুন্নাহার কাকলি, দেবদুলাল রায়।-প্রেস বিজ্ঞপ্তি