বাংলার ভোর ডেস্ক
পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটাসহসহ দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত
নানা আয়োজনে সাতক্ষীরায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরা সংবাদদাতা জানান, সকাল ১০ টায় শহরের খুলনার রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু ও আ.হ.ম তারেক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক, সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য
বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা সংবাদদাতা জানান, সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলি প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসংনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, যুগ্ম সম্পদক মীর জাকির হোসেন, সংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, ইকবাল হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন প্রমুখ।
মাগুরা সংবাদদাতা জানান, সকাল ৭টায় শহরের জামরুলতলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপরে সকাল ১০টায় ঐতিহাসিক নোমানী ময়দানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ,
জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল, সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
কেশবপুরে সংবাদদাতা জানান
কেশবপুর সংবাদদাতা জানান, সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত সহ কেশবপুর উপজেলা শাখা, পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কালিগঞ্জ সংবাদদাতা জানান
কালিগঞ্জ সংবাদদাতা জানান, দিবসটি পালনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। বিকেল পাঁচটায় উপজেলার দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা সদস্য এ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভাড়াসিমলা ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান যামু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল প্রমুখ।