বাংলার ভোর ডেস্ক
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও র্যালিসহ নানা আনুষ্ঠানিকতায় সারাদেশের মত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সংবাদদাতাদের পাছানো বিস্তারিত-
সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি পালনে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় সাতক্ষীরার সঙ্গীতা মোড়স্থ রাধানগরে জেলা যুবদল আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবনেতা আইনুল ইসলাম নান্টা, ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, শরিফুজ্জামান সজীব, মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অপরদিকে, পাটকেলঘাটার আজিজ কমিউনিটিতে তালা উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, তালার সাবেক যুবদল সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা রাশিদুল হক রাজু, মহব্বত সরদার, আলী হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না।
কেশবপুর পৌর সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকালে শহরের বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। এ সময় উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, পৌর ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামনগর সংবাদদাতা জানান, দিবসটি পালন উপলক্ষে শ্যামনগরে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শ্রীফলকাটি স্কুল মাঠে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএম মজনু ই-ইলাহীর সভাপতিত্বে সদস্য আব্দুল গফুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক (আপু) সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য জি.এম, আজিজুর রহমান (আজিবর), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল), শেখ খালেকুজ্জামান টুকু, মো. হাবিবুল্লাহ, আনিছুজ্জামান আনিস, বাবলুর রহমান, কামাল হোসেন প্রমুখ।
কোটচাঁদপুর সংবাদদাতা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মেইন বাজার পিজন ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শান্ত, মুহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বাশার, আবু তালেব শেখ রিপন, মনির হোসেন টুটুল, রিয়াজ আহাম্মেদ বেনজামিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন।
মাগুরা সংবাদদাতা জানান, রোববার দুপুর ১২ টায় এ উপলক্ষে শহরের পারনান্দুয়ালী, ভায়না, দোয়ার পাড়, পারলাসহ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় নোমানি ময়দানে এসে জড়ো হয়। পরে নোমানি ময়দান থেকে আনন্দ মিছিল করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে ও মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, খান হাসান ইমাম সুজা, আমিনুর রহমান খান পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, আরিফুজ্জামান রাজা, মিরান হোসেন, আব্দুর রহিম, হৃদয় আহাম্মেদ ডলার প্রমুখ।