বাংলার ভোর প্রতিবেদক

জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকদের নিয়ে ‘বিল হরিনা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার সাড়াপোল বিনোদ মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, অতি বৃষ্টি এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে বিল হরিনা এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যার ফলে স্থানীয়দের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যশোর জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত এই সভায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিল হরিনার প্রাকৃতিক পানি প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা সচল করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, পরিবেশ এবং কৃষি রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনগুলোকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। সভা থেকে বিল হরিনা এলাকায় অবিলম্বে খাল খনন, নদীর জায়গা পুনরুদ্ধার এবং সুষ্ঠু পানি নিষ্কাশন নিশ্চিত করার দাবি জানানো হয়।

জয়দেব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাপা, যশোর জেলার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক পাভেল চৌধুরী, বাপার সদস্য ডাক্তার আহসান হাবীব, শামসুজ্জামান স্বজন এবং হরিণার বিল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version