চৌগাছা সংবাদদাতা

বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ-“কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা”-কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী। তিনি বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ।

 আধুনিক চিকিৎসা পদ্ধতিতে নিয়মিত ও সঠিক চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয় এবং রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

 কিন্তু সামাজিক কুসংস্কার, ভয় ও ভুল ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না, যা রোগ নিরাময়ের পথে প্রধান অন্তরায়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা কুষ্ঠ রোগ নির্মূলে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজ থেকে কুষ্ঠ রোগসংক্রান্ত সব ধরনের কুসংস্কার দূর করার আহ্বান জানান।

Share.
Exit mobile version