বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে হাসপাতাল চত্বরে শোভাযাত্রা বের হয়।
‘সোরিয়াটকি ডিজিজ ও সহ-অসুস্থতা, ডমিনো প্রভাব সম্পর্কে জানা’ এ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. হুসাইন শাফায়াত। আরও উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু, যশোর মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. অলোক কুমার সরকার, হাসপাতালের চর্ম যৌন ও এলার্জি রোগ বিভাগের কনসালটেন্ট ডা. কানিজ ফাতেমা এ্যানি, ডা. তৌহিদুর রহমান, ডা. মিঠুন কুমার দে, ডা. শফিউল্লাহ সবুজ, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. তমিজ উদ্দিন শেখ, সার্জারী বিভাগের ডা. আহাদ আলী মহলদারসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোরিয়াসিস বিষয়ে ডা. কানিজ ফাতেমা এ্যানি বাংলার ভোর’কে বলেন, ছোঁয়াচে না হলেও সোরিয়াসিস দীর্ঘস্থায়ী চর্মরোগ।
একবার সেরে যাওয়ার পর সোরিয়াসিস আবার ফিরে আসতে পারে। মধ্যবয়সীদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।
মানবদেহের একেক স্থানে এটির একেক রকম লক্ষণ। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও সতর্কতা অবলম্বন করলে সোরিয়াসিস রোগ নির্মূল করা সম্ভব।

