শালিখা সংবাদদাতা
মাগুরা জেলার শালিখা উপজেলায় স্ত্রীর মৃত্যুর ২০ মিনিট পর হার্ট অ্যাটাক করে মারা গেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার সিংড়া গ্রামে।
গ্রামবাসী জানায়, ওই দিন সকালে সিংড়া গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী অমেলা বিশ্বাস ৫০ স্ট্রোক করে মারা যান। এর মাত্র ২০ মিনিট পর স্বামী অরবিন্দ বিশ্বাস ৫৮ স্ত্রীর পাশেই স্ট্রোক করে মারা যান। এই ঘটনার পর পরিবারটিসহ গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেশী অনেকেই বলেন স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা তাই স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরেই তার মৃত্যু হয়েছে। আমৃত্যুর গাঁটছড়া বাঁধার সম্পর্কের যবনিকা হলো একসাথে সমাধিত হয়ে।