২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজে ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান রোববার বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা জানালেন কলেজের প্রথম দিনের আবেগ ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এসএম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, বিটিসির টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিসিএমসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।
নতুন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, কম্পিউটার বিভাগের মেহেদী হাসান, নওরিন জাহান, আল আমিন হুসাইন পর্বত, সালমান পারভেজ সাজিন, ইলেকট্রিক্যাল বিভাগের ইসমাইল হোসেন, শেখ গোলাম আহাদ, সিভিল বিভাগের ইনফাদ মোল্যা, সিজানুল ইসলাম, মুনিয়া আক্তার কাজল, মাজিদ ইমলাম, সিকদার সিয়াম, টেক্সটাইল বিভাগের ফারজানা আক্তার বর্ষা প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version