বাংলার ভোর প্রতিবেদক
বিগত ১৫ বছরের বঞ্চনার প্রতিবাদে বুধবার ঢাকার পিআইবি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বেলা ১২ টাই এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে।
জানা গেছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী প্রতিষ্ঠান। বিগত ১৫ বছর যাবৎ পিআইবি কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত ও বৈষম্যের স্বীকার হয়েছেন। গত ৬ বছর যাবৎ মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক, প্রশাসন (চ.দা.) মো. জাকির হোসেনের স্বেচ্ছাচারিতায় অফিসে এই দুইজন দুর্নীতি, লুটপাটসহ নানা অনিয়মে লিপ্ত হন। এ সময় পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীরা কথা বলতে গেলেই দেয়া হতো হুমকি-ধামকি। দেখানো চাকরি হারানোর ভয়।
বর্তমানে দেশের নতুন প্রেক্ষাপটে পিআইবি’র নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীগণ মহাপরিচালকের অপসারণ পরিচালক, প্রশাসন (চ.দা.) মো. জাকির হোসেন-এর চাকরি থেকে অব্যাহতির দাবি করে বুধবার পিআইবি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবেন।
এদিকে, পিআইবির নির্যাতিতদের পক্ষ থেকে ও সচেতন সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে পিআইবির সিনিয়র প্রশিক্ষণ পারভীন সুলতানা রাব্বীকে মাহপরিচালক হিসেবে পদায়নের। তিনি দীর্ঘ ২০ বছর ধরে বঞ্চিত অবস্থায় ওই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।