মাগুরা সংবাদদাতা
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদের উপর নির্মিত স্লুইসগেটের একাংশ ভেঙে পড়েছে। শনিবার ভোর ৬ টার দিকে রাতভর বৃষ্টির পানির চাপে এ ভাংন দেখা দেয়। এতে করে এ সড়কে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে।
জানা গেছে, গত ২০১৯ সালে শহরের গুরুত্বপূর্ণ এ ব্রিজ সংলগ্ন সাইড ওয়াল নির্মাণ করা হয়। কিন্তু কাজের নিম্নমানের কারণে মাত্র কয়েকবছরের বৃষ্টির পানেত তা ধসে গেল। এর ফলে সড়কে যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচল ধীর হওয়ায় সড়কে বেড়েছে যানজট। এদিকে ধসে যাওয়া অংশে বৈদ্যুতিক পিলার থাকায় দ্রুত ওই পিলার তুলে ফেলা হয়। এবং পাশর্^বর্তী পারনান্দুয়ালী গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতি বৃষ্টির কারণে ব্রিজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে।