সাতক্ষীরা সংবাদদাতা
মাননীয় মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী কর্তৃক ফেরত দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর মুক্তিযোদ্ধ সংসদের আয়োজনে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধগন অপস্থিত ছিলেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, প্রাক্তন থানা কমান্ডার শফিক আহমেদ, প্রাক্তন সহকারী কমান্ডার কামরুজ্জামান বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বার্তমানে দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে এত অল্প টাকায় আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অথচ মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রি কর্তৃক ফেরত দেয়া হয়েছে। যা খুবই দু:খজনক। এ সময় বক্তারা সরকারের কাছে তাদের বেতন ভাতা বৃদ্ধির জোর দাবি জানান।
পরে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।