বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আতাউর রহমান দৌলতপুর উওরপাড়া গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় আসামির ঘরের পামের ধানের গোলায় পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকানো পিস্তলটি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, অস্ত্র কারবারের সাথে আর কারা জড়িত এবং আটক ব্যাক্তির নামে আগে কোন মামলা আছে কি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশিদ আনোয়ার জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছ্

Share.
Exit mobile version