বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মত তথাগত সম্যক সম্ভুদের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।

জেলার একমাত্র বৌদ্ধ বিহার বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, প্রধান ধর্মদেশক ভারতের কোলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্ধি সমিতির ভদন্ত ড. অরুন জ্যোতি মহাথের,

মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু, বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মানিক সাহা,

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব।

Share.
Exit mobile version