বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল বাজারে নিত্যপণ্যের দাম কমাতে ও সিন্ডিকেট ভাঙতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির বাজার চালু করেছে গণঅধিকার পরিষদের কর্মীরা। সপ্তাহে তিন দিন চলবে এই বাজারের বেচা-কেনা। সব ধরনের মানুষ এ হাট থেকে পণ্য কিনতে পারবেন। রোববার সকালে বেনাপোল পৌরসভার পুকুর পাড় জামে মসজিদের সামনে এ বাজারের নিত্যপণ্য সবজি বিক্রি শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার কর্মীরা।

এ দিকে দ্রব্যমূল্যের ঊধ্বগতির এ বাজারে কম দামে স্বস্তির হাট থেকে নিত্যপণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে আসা সবজি ক্রেতা রায়হান বলেন, এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি। কম দামে কিনতে পারায় বাজারের উত্তাপ থেকে অনেকটাই রেহাই মিলছে। আরও এক ক্রেতা মফিজুর বলেন, কম মূল্যের কারণে অধিকাংশ মানুষই এখানে আসছে এবং কিছুটা হলেও নিজেদের খরচ কমাতে পারবে।

গণধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আশিক ইকবাল বলেন, গণঅধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের জন্য এই বাজার ছোট হলেও স্বস্তি এনে দেবে, যা তাদের জীবনে বড় ভূমিকা রাখবে। বর্তমানে কৃষকরা ২ থেকে ৩ মাস ধরে সময়, শ্রম ও অর্থ দিয়ে সবজি উৎপাদন করে যে দাম পায় তার থেকে কয়েক গুণ বেশি লাভ করে মধ্যসত্বভোগীরা। যাদেরকে আমরা সিণ্ডিকেট নামে চিনি। এই সিণ্ডিকেট ভেঙে দেয়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ এই উদ্যোগ নিয়েছে।

Share.
Exit mobile version