বেনাপোল প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৬ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৬ কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার দুপুরে আমড়াখালী চেকপোস্টের কাছে এক ব্যক্তি সেগুলো ফেলে পালিয়ে যায় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান।
তিনি বলেন, আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিণে রেললাইনের পাশ থেকে ব্যাগের ভেতরে এ মাদক পাওয়া যায়। রেললাইন ধরে হেঁটে আসা এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।
এলএসডি ছাড়াও ১৮টি ক্লপ-জি ক্রিম ও ১৯টি স্কিন সাইন ক্রিমও ব্যাগে পাওয়া যায় বলে জানান তিনি।
‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়।
বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধের তালিকায় থাকা এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হয়। আশেপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে।
২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে দেশে এলএসডি কারবারের সন্ধান পায় পুলিশ। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ঢাকায় এলএসডি বিক্রি ও সেবনে জড়িত ১৫টি গ্রুপের সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ।