বেনাপোল সংবাদদাতা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মেডিকেল ভিসা নিয়ে তিনি ভারতে যাওয়ার সময় তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

আটক চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-অ০০৯৫৩৯১৫।

পুলিশ জানান, রেজাউল কবিরের নামে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মামলা নং-২১, তারিখ- ২২ সেপ্টেম্বর ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার দিকে রেজাউল কবির তার পাসপোর্টে ইমিগ্রেশন এন্ট্রি সিল মারতে ডেস্কে জমা দিলে তা যাচাই-বাছাই পূর্বক তার নামে মামলা থাকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, আটক শেখ রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় মামলা থাকায় তাকে অধিনস্থ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Exit mobile version