বেনাপো সংবাদদাতা

বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভিতর থেকে ঘোষণা বহির্ভূত শাড়ি কাপড়ের চালান আটক করেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ পণ্য চালানটি আজ মঙ্গলবার দুপুরে আটক করার তা তল্লাশি চালান ।

কাস্টমস সূত্র বলেছে ,খুলনাস্থ জালাল বাণিজ্য ভান্ডার নামে এক আমদানি কারক প্রতিষ্ঠান ১২০০ প্যাকেজের ব্লিচিং পাউডারের একটি পণ্য চালান ভারত থেকে আমদানি করেন। পণ্য চালানটি রফতানি করেছেন কলকাতার চারুবালা নামের একটি রপ্তানি কারক প্রতিষ্ঠান। যার ওজন ৩৩ হাজার ১২০ কেজি। পন্য চালানটি গত ১৮ ই আগস্ট বেনাপোল বন্দরে প্রবেশ করে বন্দরের ৩৫ নম্বর সেডে রক্ষিত ছিল।

পন্য চালান টি ব্লিচিং পাউডার হওয়ায় ১৯ আগস্ট চালানটি ট্রাক টু ট্রাক আনলোড হচ্ছিল খালাসের জন্য এ সময় সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে জানা যায় পন্য চালানের ড্রামের ভিতরে ব্লিচিং পাউডারের স্থলে শাড়ি কাপড়ের চালান আছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৯টার দিকে বন্দরের ৩৫ নম্বর সেড থেকে পণ্য বোঝায় ভারতীয় দুটি ট্রাক আটক করে বেনাপোল কাস্টম হাউসে আনা হয়। মঙ্গলবার দুপুরে পণ্য চালান টি ইনভেন্টি করার সময় ব্লিচিং পাউডারের ড্রামের ভিতরে বালি ও বিপুল পরিমাণ শাড়ি কাপড় পাওয়া যায়। তবে পন্য চালানে কি পরিমান শাড়ি কাপড় আছে তা ইনভেন্টি শেষ না করে বলা সম্ভব নয় ।

আর কি পরিমান রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল সেটাও ইনভেন্টি শেষে শুল্কায়ন করে বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইনভেন্টি চলছিল। এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকৃত বৈধ পণ্যের ভিতরে ঘোষনা বহির্ভূত অবৈধ পণ্য পাওয়া গেছে। তিনি আরো জানান পন্য চালানে কি পরিমান রাজস্ব ফাঁকি দেয়া হয়েছিল সেটা ইনভেন্টি শেষে বলা সম্ভব। পন্য চালানের ভিতর ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version