বেনাপোল সংবাদদাতা
বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ। সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল মিয়া, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারসহ বন্দর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ, সিএণ্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। এ সময় বক্তারা ক্রেন ফর্কলিফট ঠিকাদার পরিবর্তন, ফ্রোজেন কন্টেইনার স্থাপন ও বন্দরের আয়তন বৃদ্ধির প্রস্তাবনা দেন।
সভার আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বন্দর পরিদর্শন করেন।