বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল ১৬ মে বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় এসএ পরিবহনে পাঠানোর সময় চার বস্তায় দুইশ’ এক কেজি ভায়াগ্রা পাউডার জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পাওয়ায় ভ্যানভর্তি মালামাল ফেলে যাওয়া চোরকারবারিদের আটক করা যায়নি। জব্দকৃত মালামালের মূল্য ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version