বেনাপোল সংবাদদাতা
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১নং শেডের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বেনাপোল এই মহড়া চালায়
মহড়ার উদ্বোধন করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর এবং একটি কেপিআইভুক্ত স্থাপনা। এ বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। তাই এই মহড়ায় মাধ্যমে আগুন কিভাবে নিয়ন্ত্রণ আনতে হয় সে বিষয়ে সাধারণ শ্রমিক ও বন্দর সিকিউরিটি গার্ড এবং আনসার সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমিন, বেনাপোল স্থল বন্দর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, বন্দরের ফায়ার ইনচার্জ শাহিন হোসেন, ফায়ার স্টেশন অফিসার শার্শা উপজেলা বায়জিদ বোস্তামিসহ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দরা, সিঅ্যাণ্ডএফ কর্মচারী, সিঅ্যাণ্ডএফ ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা উক্ত উপস্থিত ছিলেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলি বলেন, বেনাপোল স্থল বন্দরে অগ্নিনির্বাপণের জন্য বেনাপোল শ্রমিকদের আমরা দিকনির্দেশনা দিয়েছি যাতে বেনাপোল স্থল বন্দর অগ্নিমুক্ত এবং নিরাপদ থাকতে পারে। এবং কোন প্রকার গ্যাস লাইট ডিসলাই ও সিগারেট বন্দরে ঢুকে কেউ খেতে না পারে সে বিষয়ে আমরা সব সময় তৎপর আছি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version