বাংলার ভোর প্রতিবেদক

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বেসিক ব্যাংক কারওয়ান বাজার শাখার তিন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

আসামিরা হলেন, ঢাকার মহাখালীর নিউ ডিওএসচএস এলাকার মেসার্স জয়নব এন্ড জান্নাত ট্রেড কর্পোরেশনের মালিক সদর উদ্দিন চান্দু ও তার স্ত্রী রেশমা সবনাম এবং বেসিক ব্যাংক কারওয়ান বাজার শাখার উপ মহাব্যবস্থাপক এএইচএম মাজুদুর রহমান, শাখা ব্যবস্থাপক আজমিম ও এমডি রেজাউল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, জাহিদ হাসান টুকুন প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সমাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন। তিনি বেজপাড়া মৌজার রেলরোডে আরএস ৫৫৯ দাগের ৬ দশমিক ৯৫ শতক জমির মালিক। এ জমি আসামি সদর উদ্দিন চান্দু ও তার স্ত্রী জমির কাগজপত্র, ছবি ও জাল স্বাক্ষরে একটি পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করেন। ২০২১ সালের ১০ অক্টোবর তারা অপর আসামিদের সহযোগিতায় পাওয়ার অব অ্যার্টনি মূলে এ জমি ঢাকা বেসিক ব্যাংক কারওয়ান বাজার শাখায় বন্ধক রেখে এক কোটি ৬৫ লাখ টাকা ঋণ মঞ্জুর করান। পরবর্তীতে আসামিরা পরস্পর যোগসাজোসে সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাত করেন এবং ভুয়া লোক দিয়ে টাকা পরিশোধের সোলেনামা সম্পাদন করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে বেসিক ব্যাংক সদর উদ্দিন চান্দু ও তার স্ত্রীর নামে মামলা করেন।

চলতি বছরের ১৫ জুন জাহিদ হাসান টুকুন জানতে পারেন তার জমি বেসিক ব্যাংকের লোকজন মাপামাপি করছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের কাছে জানতে পারেন এ জমি ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল। টাকা দিতে ব্যর্থ হওয়ায় জমি নিলাম হবে বলে তারা জানান। পরে তিনি খোঁজখবর নিয়ে নিলামের কাগজপত্র সংগ্রহ করেন। আসামি সদর উদ্দিন চান্দু ও তার স্ত্রী জালজালিয়াতির মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি করে তার জমি ব্যাংকে বন্ধক রেখে লোন নিয়ে টাকা আত্মসাত করায় জাহিদ হাসান টুকুন আদালতে এ মামলা করেছেন।

Share.
Exit mobile version