বাংলার ভোর প্রতিবেদক
সড়ক সংস্কারের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মুখ্য সংগঠক আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী, সংগঠক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের দেশের সড়ক সংস্কারের জন্য অন্যান্য দেশের তুলনায় অধিক ব্যয় হলেও ২-৩ বছরের মধ্যে সড়কগুলো ভেঙে পুনরায় যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বক্তারা যশোর-ঝিনাইদহ মহাসড়কের নিউমার্কেট থেকে চুড়ামনকাটি পর্যন্ত বেহালদশার কথা উল্লেখ করে অবিলম্বে মহাসড়ক সংস্কারের দাবি জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version