বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্ররায় সব সময় জাতি গঠনে ভূমিকা রেখেছে। ৫২ থেকে ২৪ এর জুলাই পর্যন্ত সকল সংগ্রামে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। জুলাই বিপ্লবের জন্যেই আজ আমি এইখানে আসতে পেরেছি। সভা থেকে আগামীতেও বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সেবামূলক সকল কার্যক্রমে পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
রোববার বিকেলে যশোর টাউন হল ময়দানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটি আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক রাশেদ খান। স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, আল মামুন লিখন, জান্নাতুল ফোয়ারা অন্তরা সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময়ে উপস্থিত ছিলেন। এ সময় ৫০০ অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।