নিজস্ব প্রতিবেদক
গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এদিন ফেসবুকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম। তার এই ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার ফেসবুক ফলোয়ার কোন শিক্ষার্থী থাকলে মিষ্টির দাওয়াত ও ভালোবাসা রইলো।
ফেসবুকে মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে শুক্রবার সকালে যশোরের বিভিন্ন উপজেলার ৩০ জন শিক্ষার্থীকে মিষ্টিমুখ করান ওই পুলিশ কর্তা মফিজুল ইসলাম। শুধু মিষ্টিমুখ নয় এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও হাতে ক্রেস্ট তুলে দেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব শ্রেণি পেশার মানুষ।
যশোর পৌর পার্কে সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের প্রতিষ্ঠা করা সচেতন সামাজিক সংস্থার (সাসস) যশোর জেলা কমিটি। সাসস যশোরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন। এ সময় সাসস’র সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মিষ্টিমুখ করতে আসা শিক্ষার্থীরা বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কতজনেই বা কথা রাখেন ? কিন্তু মফিজুল স্যার আমাদেরকে একত্রিত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, ক্রেস্ট দিলেন, নিজ হাতে মিষ্টিমুখ করালেন। এটা ব্যতিক্রমি উদ্যোগ। এর ফলে আমাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে।
যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ও সাসস’র প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আমি ফেসবুকে উত্তীর্ণদের মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আজ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছি, ক্রেস্ট দিয়েছি। তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন এই বয়সে কোন ভুল পথে পা না বাড়ায়। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে। এজন্য তাদেরকে সচেতন করা হয়েছে।
শিরোনাম:
- মশিউর রহমান যাদু : তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় নেতৃত্বের গল্প
- একটি ওএমএস ডিলারের বিপরীতে ২০টি আবেদন
- বেনাপোল ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- যশোরের বোমা হামলা মামলায় তিনদিনের রিমান্ড সোহান
- কেশবপুরে ছাত্রজনতার ধাওয়ায় প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ সাবেক মেয়র রফিকের
- যশোরে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল
- ঝিকরগাছায় এলাকাবাসীর পিটুনীতে নিহত মাদকাসক্ত
- মব তৈরি : এবার পুলিশের হাতে কেশবপুরের সাবেক মেয়র রফিকুল ইসলাম