মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রশীদ আহমাদ বলেছেন, আমি নির্বাচিত হলে ভবদহ অঞ্চলের মানুষের দুর্দশা থেকে মুক্তি এবং মণিরামপুর পৌরশহরের প্রধান সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করবো।
মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মণিরামপুর গড়তে যা যা করণীয় সবই করা হবে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব বলেন।
প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের দাতা সদস্য আসাদুজ্জামান এবং জমিয়াতে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জমিয়াতে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আজাহারুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত প্রমুখ।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমাদ বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা হলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে।
