বাংলার ভোর প্রতিবেদক
ভারতে পাচারকালে যশোরের শহরতলীর ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজের উপর থেকে ১২টি সোনার বারসহ ১ পাচারকারীকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯বিজিবি লিটন রায় নামের ওই পাচারকারীকে ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ওই সোনার চালানসহ আটক করে।
আটক লিটন ঢাকার শাখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে। ভারতে পাচারের উদ্দ্যেশে ওই সোনা আনা হয়েছে বলে বিজির কাছে জানায় লিটন।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দীকি বিকালে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলগঞ্জ এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়েছে। পরে তার জুতার সোলের মধ্যে বিশেষ উপায়ে রক্ষিত ১২টি সোনার বার উদ্ধার করা হয়। আটক সোনার মূল্য আনুমানিক ২ কোটি ৩ লক্ষ টাকা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version