বাংলার ভোর প্রতিবেদক
ভেসপা কমিউনিটি যশোরের পক্ষ হতে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভেসপা র্যালি বের করা হয়েছে।
ঈদের তৃতীয় দিন বিকেল চারটায় সংগঠনের আহবায়ক আল হেলালের নেতৃত্বে র্যালি পূর্ব শুভেচ্ছা বিনিময় করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দড়াটানা, আর এন রোড, মুজিব সড়ক, রেল রোড, রেল স্টেশন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেস হয়।
এতে সংগঠনের সদস্য রাফি, শহিদ, সংগঠক, আব্দুর রাজ্জাক, অ্যাড. রাতিক, সামি, আবু তালেব জাফর প্রমুখসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রায় ৪০ মডেলের ভেসপা অংশগ্রহণ করে।