অভয়নগর প্রতিনিধি
যশোরের শশল্পিশহর অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটি গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাস্থলে জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদে ডুবে যায়।
জাহাজটিতে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যে ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিয়ে আসে।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় কয়লা আনার পর সেখান থেকে ৪ জানুয়ারি সকালে ছোট কার্গো জাহাজ এমভি পূর্বাঞ্চল-৭ এসব কয়লা বোঝাই করে রওনা দেয়। ৫ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটি অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গতকাল সোমবার রাত ১২টার দিকে নদে ভাটা চলাকালীন সময়ে জাহাজটি কাত হয়ে যেতে থাকে। এতে জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে শুরু করে। পরে রাত সাড়ে তিনটার দিকে জাহাজটি নদের পানিতে পুরোপুরি তলিয়ে যায়।
এমভি পূর্বাঞ্চল-৭-এর মাস্টার মফিজুর রহমান ডুবে যাওয়া বিষটি নিশ্চিত করে জানান, ৫ জানুয়ারি থেকে জাহাজটি ভাটপাড়া খেয়াঘাটের পাশে ভৈরব নদে নোঙর করা ছিল। গতকাল রাতে নদে ভাটা চলাকালীন সময়ে হঠাৎ করেই জাজাহটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে পুরোপুরি তলিয়ে যায়।
নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জেএইচএম গ্রুপের আমদানিকৃত কয়লা ছিলো। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙ্গর করে রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, স্বাভাবিক আছে নৌ চলাচল। জাহাজের কয়লা আনলোড করে জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জে এইচ এম গ্রুপের বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ কাত হয়ে পানি ঢুকে তলিয়ে গেছে। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লা উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।
শিরোনাম:
- ‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

