বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী স্কুলছাত্র জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার সানতলা গ্রামে ভৈরব নদে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে সানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। বন্ধুরা মিলে ব্রিজের ওপর থেকে নদীতে লাফানো শুরু করলে সবাই উঠে এলেও জিহাদ ভেসে ওঠেনি। তার বন্ধুরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পরও জিহাদের সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে আসা দল বিকাল ৫টার পর উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান স্থগিত করা হয়।
যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় তারা উদ্ধার অভিযান শেষ করেছিলেন। রোববার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছুক্ষণ পরেই তাদের দলের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
সকাল ৯টার দিকে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধারের খবর পেয়ে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।