বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন এ সভা আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার।
এ সময় তিনি চেয়ারম্যান পদে ভোট প্রার্থনা করে বলেন, অনেক আন্দোলন সংগ্রামে শ্রমিকেরা ভূমিকা রাখেন। কিন্তু তাদের মূল্যায়ন করা হয় না। তাই আমি পাশে থেকে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুখেন মজুমদার।
পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যশোর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসম্পাদক হারুন অর রশীদ ফুলু, যুগ্ম সম্পাদক মিন্টু গাজী, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা ট্রাক-ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদত মোর্তূজা হোসেন।
এর আগে ফাতেমা আনোয়ার শহরের মাইকপট্টির শহিদ সড়ক ও ভোলা ট্যাংক রোডের টাইলসপট্টিতে গণসংযোগ করেন।