ভোমরা সংবাদদাতা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে কাভার্ড ভ্যান তল্লাশী করে ২ জন আটক ও একটি কাভার্ড ভ্যানসহ কোটি টাকা মূল্যের পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার বিজিবি প্রেস ব্রিফিং মাধ্যমে বলেন, সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির সদস্যগণ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা, পানির মটরের ওয়াসার এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজসহ একটি বাংলাদেশি কাভার্ড ভ্যান আটক করে।
৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদে পুলিশ ইমিগ্রেশনের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপির নায়েব সুবেদার মোঃ সুলতান আহমেদের নেতৃত্বে দায়িত্বরত সদস্যগণ ভারতের ঘোজাডাঙ্গা থেকে ভোমরা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ওই কাভার্ড ভ্যানটি তল্লাশীকালে ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতার প্যাকেট ৪৭৫ পিস, পানির মটরের ওয়াসার ১৪০ পিস (ছোট ৭০ পিস, বড় ৭০ পিস) এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ ৮০ পিস জব্দ করে। এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে কাভার্ড ভ্যানের চালক গাজীপুরের জয়দেবপুর থানার শাহ আলম (৩০) এবং হেলপার আবুল হাসেম (৫০) কে (ঢাকা মেট্রো-ট-২০-৮৯১৫) কাভার্ড ভ্যানসহ আটক করে।
আটক চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য= ১,০০,৩০,৬০০/- (এক কোটি ত্রিশ হাজার ছয়শত) টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটককৃত মালামাল ও কার্ভাড ভ্যান আসামিসহ থানায় সোপর্দ করা হয়েছে।
##