কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। ১৭ জানুয়ারি এশার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা করেন, হাফেজ ইসমাইল হোসেন, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, রেজাউল করিম, লুৎফর রহমান, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, কাজী আব্দুস সালাম, বিল্লাল হোসেন খান,জহির আহসান খান, আব্দুল্লাহ, অধ্যাপক গোলাম ফারুখ, মোসলেম সরদার, আব্দুল গফুর প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও কাজী মো. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টারা হলেন ইসমাইল হোসেন, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, রেজাউল করিম, লুৎফর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, কোষাধ্যক্ষ জহির আহসান খান, সদস্য আব্দুল্লাহ, অধ্যাপক গোলাম ফারুখ, মোসলেম সরদার ও আব্দুল গফুর।
শিরোনাম:
- বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়
- বিএনপি ক্ষমতায় গেলে সনাতনীদের সব সমস্যার সমাধান করবে : নার্গিস বেগম
- ভোটের দুদিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় শ্রমিকদের মাঝে হতাশা
- যশোরে ‘জাল দলিল ও ভুয়া খাজনা রশিদে’ তিন কোটি টাকার বিরোধপূর্ণ জমি বিক্রি!
- জমির শ্রেণি জটিলতায় মিলছে না বাড়ির প্লান অনুমোদন, ভোগান্তির শিকার ক্রেতারা
- বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তৃপ্তি
- বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬ টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
- যশোরে রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
