কেশবপুর(যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুজ্জামান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, তিনি ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে সম্মানের সাথে দলের জন্য কার্যক্রম পালন করেন। ২০০৬ সাল থেকে আজও পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যর দায়িত্ব পালন কওে চলেছেন। এছাড়া ২০১৪ সাল থেকে তিনি মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সাল থেকে এককটানা ইউপি সদস্য হিসেব ২নং প্যালেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। মজিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান এ প্রতিনিধি কে বলেন, ইউনিয়নবাসীকে সেবা প্রদান করায় আমার মূল লক্ষ্য। ইউনিয়নবাসীর কাছে বাকী জীবন একজন সেবক হয়ে থাকতে পারি সেজন্য সকলের নিটক দোয়া কামনা করেছেন তিনি।
ইউনিয়নের ইউপি সদস্য মহিউদ্দীন বুলবুল, জিয়াউর রহমান, মহিলা ইউপি সদস্য হামিদা বেগম, রেশমা খাতুন বলেন, মনিরুজ্জামান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমরা খুব খুশি হয়েছি।
শিরোনাম:
- এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের দাফন সম্পন্ন
- যশোরে হত্যাচেষ্টা মামলায় আটক ৪
- ছেলের নির্যাতনে পিতার মৃত্যুর অভিযোগ, জামাইয়ের মামলায় আড়াই মাস পর তোলা হলো বৃদ্ধের লাশ
- মধ্যেরাতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যশোরে আ’লীগ নেতা বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২
- যশোর জেলা জমঈয়ত শুব্বানের সভাপতি এনামুল, সেক্রেটারি হান্নান
- ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত

