রাজগঞ্জ প্রতিনিধি
শনিবার বিকেলে খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বচ্ছ প্রক্রিয়ায় মণিরামপুর উপজেলার পশ্চিম অঞ্চলের ছয় ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। এতে ছয় ইউনিয়নের ৪৭০ জন আনসার ভিডিপি সদস্য উপস্থিত হন। এদের মধ্য হতে বাছাই করে ৪৩৫ জনকে রাখা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি যশোর জেলার আনসার ভিডিবির কর্মকর্তা মহাব্বত আলী, মনিরামপুর উপজেলা কর্মকর্তা জেসমিন সুলতানা, সদস্য ফারুক হোসেন ও ৬ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডারগণ।
ইউনিয়নগুলো হলো ১ নম্বর রোহিতা, ২ নম্বর কাশিমনগর, ৭ নম্বর খেদাপাড়া, ৮ নম্বর হরিহরনগর, ৯ নম্বর ঝাঁপা ও ১০ নম্বর মশ্মিমনগর।
উল্লেখ্য, আগামী ৮ মে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন এই আনসার ভিডিপি সদস্যরা।