মণিরামপুর সংবাদদাতা
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট, কেনাফ ও পাটশাকের বিজ উৎপাদনের আধুনিক কলা-কৌশল বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোরের মণিরামপুরে পাট গবেষণা উপ-কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৫০ জন পাটচাষি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেআরআই’র মহাপরিচালক ড. নার্গীস আক্তার। বিশেষ অতিথি ছিলেন ড. ইয়ার উদ্দিন সরকার, পরিচালক (অর্থ ও প্রশাসন), বিজেআরআই, ঢাকা এবং বিশ্বজিৎ কুন্ডু, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই, ঢাকা। সভাপতিত্ব করেন পাট গবেষণা উপ-কেন্দ্র মণিরামপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিবলী নোমান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও কেনাফ জাত, মানসম্মত বিজ উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, সার প্রয়োগ, ফসল সংগ্রহ ও বীজ সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রধান অতিথি ড. নার্গীস আক্তার বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অর্থকরী ফসল। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষকরা পাট ও কেনাফ চাষে আগের চেয়ে দ্বিগুণ লাভবান হতে পারেন।
তাছাড়া তিনি বিজেআরআই উদ্ভাবিত পাটশাক ও সবজি মেস্তা (চুকুর) ফসলের পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও আলোকপাত করেন। দিনব্যাপি প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে তথ্যপত্র ও প্রশিক্ষণ সামগ্রি বিতরণ করা হয়।