বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুরে অবস্থিত ইটভাটায় অভিযান চালান। এ সময় স্কেভেটর দিয়ে ভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন। এর আগে গত ১৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান গোল্ড ভাটা গুঁড়িয়ে দিতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন। তখন তিনি ৫ লাখ টাকা জরিমানা আদায় করে ফিরে আসেন।

এসিল্যান্ড নিয়াজ মাখদুম বলেন, গোল্ড ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত করছিলেন মালিকপক্ষ। ভাটার কোন কাগজপত্র ছিল না। জেলা প্রশাসকের নির্দেশে ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version