বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সদর এলাকায় পুরাতন তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট ১২-৪৩৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান।
নিহতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার খলসি গ্রামের চালক এবং বোয়ালিয়া গ্রামের রাজু আহমেদ (৩২)।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। মণিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।