রাজগগঞ্জ প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ(শনিবার) দুপুরে ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, জিয়াউর শেখ পেশায় ভ্যান চালক। সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তার স্ত্রী নাছিমা খাতুন বাড়িতে গোয়াল ঘরের পিছনে কাজ করছিলেন। এই ফাঁকে ফারহান গোয়াল ঘরের সামনে রাখা প্লাস্টিকের ড্রামে খৈল ভিজানো পানিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা নাছিমা বেগম এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version