মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে গিয়ে সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শাহিন হোসেন বলেন, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তান রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।