মণিরামপুর সংবাদদাতা
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মণিরামপুর কেন্দ্রীয়সহ বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাাধারণ সম্পাদক আব্দুল হাই।
রোহিতায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, মিজানুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি একে আজাদ, হরিহরনগর ইউপি বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
সদর ইউনিয়নে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আব্দুল গনি মোড়ল, রাজগঞ্জে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, আলাউদ্দিন আহমেদ, মফিজুর রহমান।
চিনাটোলায় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মোহনপুরে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, তাহেরপুরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান।
এছাড়া নেহালপুর, মনোহরপুর, কুয়াদা, ঢাকুরিয়া, কুলটিয়া, চালুয়াহাটি, খেদাপাড়া, হরিহরনগর, হরিদাসকাটি, দূর্বাডাঙ্গা, খানপুরসহ বিভিন্ন স্থানে অনরূপভাবে মোনাজাত করা হয়।
