মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক স্যানাটারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশ থেকে ওই ব্যবসায়ীর শরীরে একাধিক জখম করা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানাটারী পার্টসের দোকান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায়। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নূর মোহাম্মদ গাজী বলেন, জহিরুল ইসলাম নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version