মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে পথসভা শেষে বিশাল প্রচার মিছিল বের করা হয়।

বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে পৌরশহরের গরুহাট মোড়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটার মধ্যে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কলস হাতে নিয়ে হাজার হাজার নারী-পুরুষ ও নেতাকর্মী সমর্থকদের ভিড়ে সয়লাব হয়ে যায় পৌর শহর।

গরুহাট মোড় পেরিয়ে জিএন ফিলিং স্টেশন, ভগবান পাড়া, ধানহাট, পাইলট স্কুলসহ আশপাশ এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবাল হোসেন।

এ সময় কলস প্রতীকে ভোট চেয়ে শহীদ ইকবালের বক্তব্যে নেতাকর্মীরা কলস উঁচু করে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, একে আজাদ, শাহিনুর রহমান পান্না, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

পরে গরু হাট মোড় থেকে শুরু হয় প্রচার মিছিল শুরু হয়ে তা শেষ হয় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে গিয়ে।

Share.
Exit mobile version