বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুর কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নিয়ে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সম্মতিতে আহ্বায়ক করা হয়েছে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুকে। সদস্য করা হয়েছে মাছুদুর রহমান লাভলু, প্রভাষক ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শওকত আলী পিন্টু ও সঞ্জয় মল্লিককে। কমিটি ঘোষণা করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য ও সংগঠনের সদস্য ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘শুধুমাত্র সদস্যদের না, মণিরামপুর কল্যাণ সমিতি আপামর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে মণিরামপুর পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে অসহায় মানুষের খাদ্য সংস্থানের ব্যবস্থা করেছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে সংগঠনটির সদস্যরা সর্বদা তৎপর। পাঁচ বছর আগে এই কমিটি মেয়াদ শেষ হয়েছে।
সংগঠনটিকে মণিরামপুর উপজেলার উন্নয়ন ও কল্যাণের জন্য এই আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়। মিলনমেলা ও সাধারণ সভার মাধ্যমে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। এর পর ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আমি সব সময় মণিরামপুরবাসী জন্য কাজ করতে চাই; সেই কারণে এই কল্যাণ সমিতিও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মধুসূদন মন্ডল, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ওজোপাডিকোর প্রধান প্রকৌলশী আবু হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মণিরামপুর কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন, মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, সাবেক জেলা ছাত্রলীগনেতা মোস্তফা কামাল প্রমুখ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমিতির সদস্য, তাদের পরিবার-পরিজন ও আমন্ত্রিত অতিথিরা আনন্দ হৈ-হুল্লোড়, আপ্যায়নসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সমিতির সদস্যদের সন্তান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। বিগত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।