বিবি প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল কবির জন্মদিনে দেয়া হয় “মধুসূদন পদক-২০২৪”। সৃজনশীল সাহিত্য বিভাগে এ পদক পান কবি সুহিতা সুলতানা। যশোর জেলাপ্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার শেখ হেলাল মাহমুদ শরিফ।
আলোচকদের আলোচনা শেষে প্রধান অতিথি কবি সুহিতা সুলতানার হাতে মধুসূদন পদক, সনদপত্র ও একলাখ টাকার চেক তুলে দেয়া হয়।
এবার গবেষণা বিষয়ে বিচারকরা কোন মানসম্পন্ন লেখা না পাওয়াশ ওই বিষয়ে পদক দেয়া সম্ভব হয়নি। সৃজনশীল সাহিত্যে কবি সুহিতা সুলতানার”শ্রেষ্ঠ কবিতা”গ্রন্থের জন্য মধুসূদন পদক প্রদান করা হয়।

Share.
Exit mobile version