মনিরামপুর সংবাদদাতা
সারাদেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে যশোর মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মেইন রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
জানা যায়, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের বিভিন্ন যায়গায় এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বের হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বিভিন্ন স্লোগান ও গান বাজিয়ে ভেকু দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেয়া হয়।
এ সময় বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।