বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার মনিরামপুর থানার ঘুঘুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান দুই আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
মামলার বিবরণীতে জানা যায়, ভিকটিম পাঁচ বছর আগে বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে তার মায়ের পিশা মশাই নিমাই মন্ডল (৫০) এর বাড়িতে বসবাস করছিল। তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৮/৯ মাস আগে ভিকটিমের মায়ের পিশি মারা গেলে, ভিকটিমের মা তাকে সাথে নিতে চাইলে নিমাই মন্ডল (৫০) তাকে রেখে দেয়।
ভিকটিমের স্কুলের কর্মচারী দেবব্রত কুমার দাস বাচ্চু (৩৮) নিমাই মন্ডলের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং তার সহযোগিতায় নিমাই মন্ডল (৫০) ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানার পর, ভিকটিমের মা র্যাব-৬ যশোরকে অবগত করেন।
মামলা রুজু হওয়ার সাথে সাথেই র্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভরতপুর ও ঘুঘুদাহ এলাকায় অভিযান চালিয়ে নিমাই মন্ডল ও দেবব্রত কুমার দাস বাচ্চু (৩৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে