নিজস্ব প্রতিবেদক
যশোরে মনোনয়নপত্র জমা শেষে পুলিশ সদস্যদের টাকা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়ন জমা দেন। তার এমন কর্মকাণ্ডকে অনৈতিক উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুকৃতি কুমার মণ্ডল ‘এখন ডট কম’ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বাদশ সংসদ নির্বাচনে এ দলের প্রার্থী হয়ে যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে লক্ষ্যে দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা শেষে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থানরত কয়েক পুলিশ সদস্য উপঢৌকন হিসেবে নগদ টাকা দেন। যা সংবাদকর্মী ও সাধারণ মানুষের চোখে পড়ে। পুলিশ সদস্যদের টাকা দেওয়ার বিষয়টি নির্বাচন অনৈতিক ও আচরণবিধির লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে সুকৃতি কুমার মণ্ডল বলেন, ‘আজ আনন্দের দিন। খুশিতে অনেককে টাকা দিয়েছি। পুলিশ সদস্যদের টাকা দেয়াটা যে ভুল, বুঝতে পারিনি।’
এদিকে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, এমন কর্মকাণ্ড অনৈতিক। আমি আপনার কাছেই প্রথম শুনলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান
- বদলগাছীতে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন- জনদূর্ভোগ চরমে!
- বহু লোক ডাকাতি চুরি করার পাঁয়তারা শুরু করেছে : মুজিবুর রহমান
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত